ঊষার আলো প্রতিবেদক : দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ৫৭৯ জন।নতুন করে শনাক্ত হয়েছে আরও এক হাজার ৩৫৯ জনের দেহে। দেশে এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৯৪৩ জনে। রোববার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ৬৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ছয় লাখ ৮৭ হাজার ৩২৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ঢাকায় ৩৮ জন। এছাড়া চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, খুলনায় ৫, বরিশালে ৭, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪৪ জন পুরুষ ও ২৫ জন নারী।
(ঊষার আলো-আরএম)