UsharAlo logo
শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার বিভিন্ন জেলায় কর্মহীন শ্রমিকের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

ঊষার আলো
মে ১, ২০২১ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : করোনায় কর্মহীন মানুষের কষ্ট লাঘবে শনিবার (১ মে) খুলনার বিভিন্ন জেলায় কর্মহীন শ্রমিকের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে তিনশত ১০ জন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল ১৫ কেজি, আলু, ডাল, তেল ও পেঁয়াজ। বাগেরহাটের জেলা প্রশাসক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এদিকে যশোর জেলায় ১২ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।তার প্রেক্ষিতে শনিবার (১ মে) এক হাজার ৮৮ টি পরিবারের মাঝে পাঁচ লাখ ৫২ হাজার টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষ্যে চারশত শ্রমিকের মাঝে চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক বিতরণ করা হয়।
খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

(ঊষার আলো-এমএনএস)