UsharAlo logo
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আহমেদাবাদে হাসপাতালে আগুন

usharalodesk
জুলাই ৩০, ২০২৩ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: ভারতের আহমেদাবাদে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১০০ জন রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা চম্পাবত জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দল কাজ করছে। হাসপাতালের বেজমেন্ট যেখানে আগুন লেগেছিল সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বহুতল ভবনের হাসপাতালটি থেকে প্রায় ১০০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতালটি একটি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত হয়।

ঊষার আলো-এসএ