UsharAlo logo
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জন্মদিনে দেশে ফিরে যা বললেন জায়েদ খান

usharalodesk
জুলাই ৩০, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক :প্রিয়জনদের সঙ্গে জন্মদিন পালন করতে গিয়ে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। রোববার ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখে যুক্তরাষ্ট্রে কাটানো দিনগুলোর বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি।

তিনি আরও বলেন, আপনারা গণমাধ্যমকর্মীরা আছেন বলেই আমাদের খবরগুলো মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা আমাদের বড় বন্ধু। বাংলাদেশে আমার কিছু কাজের চমক আছে। পরে আপনাদের বলব, আজকে বলব না।

পুরস্কার সম্পর্কে জায়েদ খান বলেন, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কেনার সামর্থ্য আমার নেই। আর এই টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনে আমার কিছু করারও নেই। কেননা আমি কোনো রাজনৈতিক দল গঠন করব না। অনেকে নানা কথা বলছেন। এসব নিয়ে আমি কোনো কথা বলব না। ভালো কিছু করতে গেলে কথা হবেই। আমি শুধু একটা কথাই বলব, সমালোচনা করে তারাই, যারা পাওয়ার যোগ্যতা রাখে না। আমি অর্জন করেছি, এই অর্জন আমার। যারা সমালোচনা করে তারা সমালোচনা করবে। আপনি পৃথিবীতে শত ভালো কাজ করলেও কোনো আলোচনা হবে না। সবার উৎসাহিত করা উচিত ছিল যে, আমার বাঙালি ভাই তো পেয়েছে।

যুক্তরাষ্ট্রের নারী ভক্তদের নিয়ে তিনি বলেন, আপনারা ফেসবুকে দেখেছেন, যেখানেই গেছি, সবাই ঘিরেই ধরে ছবি তুলেছে। ফেসবুকে অসংখ্য ছবি হয়েছে।

ঊষার আলো-এসএ