ঊষার আলো রিপোর্ট : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেবর ও ভাবি নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বৌলতলী ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসরিনের বাবা নূর ইসলাম খান বলেন, আমার মেয়ে, মেয়ের জামাই শুভ ও দেবর ইমরান বেশ কিছু দিন আগে বেড়াতে আসে। আজ সকালে মেয়ের জামাই শুভ তার ব্যবসার কাজে ঢাকায় যান। মেয়ে ও মেয়ের দেবর বাসায় ছিল। হঠাৎ সকাল সাড়ে ৮টার দিকে ঘরে আগুন লেগে যায়। আমরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ফায়ার সার্ভিসকে কল করে জানাই। ফায়ার সার্ভিস আসার আগেই ঘরসহ আমার মেয়ে ও মেয়ের দেবর অগ্নিকাণ্ডে মারা যায়।
এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. মো. আব্দুল আউয়াল জানান, নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয়েছে। সেই সঙ্গে পুড়ে যাওয়া ঘর পুনর্বাসনের জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হবে।
ঊষার আলো-এসএ