UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

উখিয়ায় আরসার গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

usharalodesk
জুলাই ৩০, ২০২৩ ১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ সলিম নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১০টায় উখিয়ার ২ নম্বর ওয়েস্ট ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সলিম ৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ নজির হোছেনের ছেলে।

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, রাত ১০টায় আরসা সন্ত্রাসীরা মোহাম্মদ সলিমকে গুলি করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় রোহিঙ্গারা তাকে চিকিৎসার জন্য কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিলে রাত ১২টায় তার মৃত্যু হয়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঊষার আলো-এসএ