UsharAlo logo
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী তীরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে’

usharalodesk
জুলাই ৩১, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নদী তীরের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। শিল্প কলকারখানা, নদীবন্দর গড়ে ওঠবে।আমরা চাই তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হোক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ বছর আগে জিলা স্কুল মাঠে কথা দিয়েছিলেন রংপুরের উন্নয়নের দায়িত্ব তার। তিনি সেকথা রেখেছেন, রংপুরের অনেক উন্নয়ন করেছেন। আমরা আরও উন্নয়ন চাই, শিল্প কলকারখানা চাই, গ্যাস সংযোগ চাই, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চাই। আমরা সব নেতাকর্মী জিলা স্কুল মাঠে মহাসমাবেশে উপস্থিত হয়ে আরও উন্নয়নের দাবি জানাব।

টিপু মুনশি বলেন, নারীদের বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা চালু করেছে এ সরকার। তাই রংপুরের মহাসমাবেশে নারীদের সরব উপস্থিতি দেখতে চাই।

তিনি আরও বলেন, কাউনিয়া-পীরগাছা এলাকার নেতাকর্মী দিয়ে জিলা স্কুল মাঠ ভরে যাবে বলে আশা করছি।

বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটোরিয়াম হল রুমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম মায়ার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক এমএ হান্নান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কোম্পানি কমান্ডার সরদার আবদুল হাকিম, হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মুহা. হাকিবুর রহমান, রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জমশের আলী, আওয়ামী লীগ নেতা মেনাজ উদ্দিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

সভায় আগামী ২ আগস্টের মহাসমাবেশকে সফল করতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়।

ঊষার আলো-এসএ