UsharAlo logo
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

গয়েশ্বর রায়কে নিয়ে যা বললেন শামীম ওসমান

usharalodesk
জুলাই ৩১, ২০২৩ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : একেএম শামীম ওসমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যিনি বর্তমানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য। একজন সিনিয়র রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনীতির যে কোনো ইস্যুতে সোচ্চার থাকেন এ সাংসদ। এতে অনেক সময় আলোচিত-সমালোচিতও হন।

রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশনে দেশের সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে টকশোর আয়োজন করা হয়।  সেখানে অংশ নেন সাংসদ শামীম ওসমান।

এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, গয়েশ্বর রায়কে কেন ডিবি প্রধান আপ্যায়ন করলেন? প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, গয়েশ্বর রায় একজন সিনিয়র নেতা। উনি আহত হয়েছেন। কতটুকু আহত হয়েছেন তা আমি জানি না।  তবে ভিডিওতে দেখলাম, খাবারও খেলেন ভালো। পরে লাইভে এসে তিনি (গয়েশ্বর) বললেন— ডিবি অফিস তাকে খেতে বাধ্য করেছে। ডিবিপ্রধান নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আপ্যায়ন করেছেন।

এ সময় শামীর ওসমান গয়েশ্বর রায়কে উদ্দেশ করে বলেন, সামান্য ডিবি পুলিশের ভয়ে যদি উনি (গয়েশ্বর) খেতে বাধ্য হন। তা হলে উনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত।

ঊষার আলো-এসএ