ঊষার আলো রিপোর্ট : খুলনা নগরীর গগণবাবু রোডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লেবার সরদার বাবুল (৫৫) ননামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত বাবুল মাদারীপুরের বাসিন্দা তবে গগণবাবু রোডের ৩য় গলিতে বসবাস করতেন।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন জানান, বেলা সাড়ে ৩টার দিকে সাইফুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হর্ন দেওয়ার পরও বাবুল সরেনি এমন অভিযোগ তুলে সাইফুল তার সঙ্গে বাকবিতন্ডায় জড়ায়। এক পর্যায়ে সাইফুল তাকে কিল-ঘুষি মারলে বাবুল অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে বিকাল ৫টার দিকে বাবুলের মৃত্যু হয়। এই ঘটনার পর সাইফুলকে শিরোমনি পুলিশ লাইন থেকে আটক করা হয়।
ঊষার আলো-এসএ