UsharAlo logo
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি ফুটবলারের কোটা বাড়ল প্রিমিয়ার লিগে

usharalodesk
আগস্ট ১, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক: ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির দাবি রাখল না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশি ফুটবলারদের মান বাড়ানোর ভাবনা নেই তাদের। ফলে আসন্ন মৌসুমে বিদেশি কোটা বাড়িয়ে দিয়েছে বাফুফে। সদ্য সমাপ্ত মৌসুমে একটি ক্লাব পাঁচজন বিদেশি নিবন্ধন করিয়েছে। ম্যাচে খেলেছেন চারজন। এবার বিদেশি নিবন্ধন পাঁচ থেকে বাড়িয়ে ছয় করেছে বাফুফে। খেলতে পারবেন চারজনই।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ও এফসি কাপে যত ইচ্ছে বিদেশি খেলাতে পারে ক্লাবগুলো। এ কারণে আগামী মৌসুমে ছয়জন বিদেশি ফুটবলারের নিবন্ধন দাবি করে বাফুফেতে চিঠি দেয় এই দুটি আসরে অংশ নেওয়া দুই ক্লাব কিংস ও আবাহনী। তাদের সঙ্গে সহমত প্রকাশ করে বেশ কয়েকটি ক্লাব। মূলত ক্লাবগুলোর দাবির কারণেই খেলোয়াড় কল্যাণ সমিতির আপত্তির পরেও ছয় বিদেশিকে নিবন্ধন করার অনুমতি দিয়েছে লিগ কমিটি।

সভা শেষে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘নতুন মৌসুমের খেলোয়াড় নিবন্ধন শুরু হবে মঙ্গলবার। ১৮ অক্টোবর পর্যন্ত চলবে দলবদল। আমরা এবার ছয়জন বিদেশিকে নিবন্ধনের অনুমতি দিয়েছি। তবে খেলতে পারবে আগের মতো চারজনই।’

গত মৌসুমে ফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছে তিনটি ভেন্যু-মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ ও কুমিল্লায়। এবার এ তিন ভেন্যুর সঙ্গে যুক্ত হচ্ছে কিংস অ্যারেনা। স্বাধীনতা কাপে এবার বিশ্ববিদ্যালয় ও বোর্ডগুলোকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

মানিক বলেন, ‘ফেডারেশন কাপের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সার্ভিসের দল বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এবার স্বাধীনতা কাপেও তাদের আমন্ত্রণ জানানো হবে।’ ভেন্যু বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন, ‘গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ আমরা তিনটি ভেন্যুতে করেছি। এবার কিংস অ্যারেনা যুক্ত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্টেডিয়ামও এরই মধ্যে খেলার উপযোগী হতে পারে।’

সভায় সদ্য শেষ হওয়া প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল অনুমোদন হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ বাইলজ অনুযায়ী অবনমনে গেছে। লিগে থাকার জন্য আবেদন করেছিল ক্লাবটি, সেই

আবেদন গতকালের সভায় ওঠেনি জানিয়ে মানিক বলেন, ‘তারা আবেদন করেছে, সেটা নির্বাহী সভায় উঠতে পারে। আমরা এখানে পয়েন্ট টেবিল অনুমোদন করেছি মাত্র।’

ঊষার আলো-এসএ