UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

নৌকার টিকিট না পাইলে যা করবেন নিক্সন চৌধুরী

usharalodesk
আগস্ট ২, ২০২৩ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফরিদপুর-৪ স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে চরডুবাইল চৌরাস্তার মোড়ে আয়োজিত এক জনসভায় এ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য।

তিনি বলেন, `প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বানিয়েছেন। আগামী নির্বাচনে আমি তার কাছে নৌকার মনোনয়ন চাইব। নৌকা না পেলেও আমার নির্বাচনি এলাকার তিন থানার জনগণের সিদ্ধান্ত নিয়ে আবারও নির্বাচন করব।

এর আগে টানা দুই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে ফরিদপুরের সংসদ সদস্য নির্বাচিত হন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। দুবারই তিনি পরাজিত করেন নৌকার মার্কার প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহকে।

তবে দুবার বিদ্রোহী প্রার্থী হওয়ার পরও ২০২০ সালে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পান বহু ঘটনায় বিতর্কিত এই নেতা। যুবলীগের সভাপতিমণ্ডলীর ২৭ সদস্যের তালিকায় তার অবস্থান ৮ নম্বরে।

নিক্সন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন ফাতেমা বেগমের নাতি। নিক্সনের বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী মাদারীপুরের শিবচরের সংসদ সদস্য ছিলেন। তার ভাই নূর-ই-আলম চৌধুরী লিটন জাতীয় সংসদে চিফ হুইপ।
জনসভায় নিক্সন চৌধুরী বলেন, সংসদ সদস্য হওয়ার পর নির্বাচনি এলাকায় যে উন্নয়ন করেছেন, তাতে আগামী নির্বাচনেও জয়লাভের প্রত্যাশা রয়েছে তার।

জনসভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, জেলা পরিষদের সদস্য কোহিনুর বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।

ঊষার আলো-এসএ