UsharAlo logo
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

৯ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

usharalodesk
সেপ্টেম্বর ১২, ২০২৩ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার বোথলা গ্রামে সোমবার দুপুরে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (পূর্ব বোথলা সরকারি প্রাথমিক বিদ্যালয়) পড়া লেখা করে।

ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আসিকুজ্জামান জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ওই মামলায় শাহ আলম হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

মঙ্গলবার শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

ঊষার আলো-এসএ