UsharAlo logo
সোমবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় দুই ভাই নিহত

usharalodesk
সেপ্টেম্বর ১৬, ২০২৩ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেট-জকিগঞ্জ সড়কে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকালে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কানাইঘাটের সুতারগাও এলাকার বাসিন্দা হোসেন আহমদের ছেলে মেহদি (৩০) এবং একই এলাকার বুলবুল মিয়ার ছেলে রাহাদ (২৯)। তারা সম্পর্কে চাচাতে ভাই।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কান্ত নাথ। তিনি জানান, শুক্রবার বিকালে মহিদপুর এলাকার সড়কের পাশে দুই ভাই মোটরসাইকেলে হেলান দিয়ে দাঁড়িয়ে গল্প করেছিলেন। এ সময় জকিগঞ্জ থেকে ছেড়ে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ