ঊষার আলো রিপোর্ট : ফেনীর দাগনভূঞায় অবৈধভাবে বিক্রির সময় টিসিবির পণ্য জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর বাজারের পাশে নজরুল বাঙালি ট্রেডার্সে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল বাঙালি ট্রেডার্সের নামে রাজাপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রির ডিলারশিপ নেন যুবলীগ নেতা নজরুল ইসলাম বাঙালি। টিসিবির ডিলারশিপ নেওয়ার পর থেকে তিনি দলীয় প্রভাব খাটিয়ে এসব পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতিনিয়ত বিক্রি করে আসছেন।
তিনি উপজেলা যুবলীগের পদবিধারী হওয়ায় কেউ ভয়ে তার এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি। টিসিবির পণ্য যারা প্রকৃতভাবে পাওয়ার কথা, তারা পায় না অথচ তিনি এসব পণ্য অবৈধভাবে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন।
প্রতিবারের মতো শুক্রবার সন্ধ্যার টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করলে খবর পেয়ে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ করেন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৬ বস্তা ডাল, ৩৩ বস্তা চাল ও ৮৩ বোতল তেল। এসিল্যান্ড আসার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ডিলার নজরুল ইসলাম বাঙালি।
এ বিষয়ে টিসিবির ডিলার নজরুল বাঙালি ট্রেডার্সের স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাঙালিকে বারবার কল করেও তাকে পাওয়া যায়নি।
দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শাবরীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং টিসিবির মালামাল জব্দ করি। তবে ডিলার পালিয়ে গেছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবনিতা চাকমা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে টিসিবির মালামাল জব্দ করে সরকারি গুদামে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঊষার আলো-এসএ