UsharAlo logo
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কুয়েটে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ১, ২০২৩ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (টিই) বিভাগের আয়োজনে “ক্যারিয়ার গোল ইন টেক্সটাইল এন্ড আরএমজি সেক্টর” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

০১ অক্টোবর রবিবার সকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, “বাংলাদেশের টেক্সটাইল শিল্পের বিকাশে কুয়েটের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ধরনের সেমিনারের মাধ্যমে ভবিষ্যতে করণীয় সম্পর্কে শিক্ষার্থীরা আরো উন্নত ধারণা পাবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন মাসকো গ্রুপের নির্বাহী পরিচালক প্রকৌশলী মাহবুব মতিন এবং সভাপতিত্ব করেন টিই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আব্দুল হাসিব। সেমিনারে টিই বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।