UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বকাপের আগে ‘সুখবর’ পেল ভারত

usharalodesk
অক্টোবর ৫, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক:ওয়ানডে বিশ্বকাপে প্রথম দিনই মাঠে নামবে গতবারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

এবারের আসরের হট ফেভারিট ভারত নিজেদের প্রথম ম্যাচে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে। সেই লড়াইয়ের আগে আইসিসি থেকে ‘স্বস্তির খবর’ পেয়েছে রোহিত শর্মার দল।

আইসিসির নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ে ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার— তিন বিভাগেই দাপট ধরে রেখেছে ভারত। ইতোমধ্যে র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে রেখেছে ভারত।
এবার ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল দেশটির ক্রিকেটাররা, যা বিশ্বকাপের আগে স্বস্তির খবর টিম ম্যানেজমেন্টের জন্য।

ওয়ানডে ফরম্যাটে আইসিসির নতুন বোলিংয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রেখেছেন ভারতের মোহাম্মদ সিরাজ। ৬৬৯ পয়েন্ট নিয়ে তিনি তালিকার শীর্ষে রয়েছেন। এবারের বিশ্বকাপেও ভারতের বোলিংয়ের মূল নেতৃত্বে থাকবেন তিনি। ব্যাটারদের র‌্যাংকিংয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের শুভমান গিল।

৮৩৯ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে রয়েছেন গিল, যেখানে ৮৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। দারুণ ছন্দে থাকা গিলের থেকে বিশ্বকাপেও বড় কিছু প্রত্যাশা ভারতের সমর্থকদের।

অলরাউন্ডারদের তালিকায় ভারতের কেউই সেরা পাঁচে নেই। ২২৮ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারতের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

তিন বিভাগেই ভারতের ক্রিকেটারদের এমন ব্যক্তিগত অর্জন দলের জন্য স্বস্তির খবর। তারকা এই ক্রিকেটাররা যদি বিশ্বকাপেও নিজেদের সেরাটা দিতে পারে তা হলে হয়তো ঘরের মাঠে শিরোপা উল্লাসে মাততে পারেন রোহিত-গিল-কোহলিরা।

ঊষার আলো-এসএ