UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই, আসামি গ্রেফতার

usharalodesk
অক্টোবর ৭, ২০২৩ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ফরিদপুরের ভাঙ্গায় চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনার ৩ মাস ২১ দিন পর হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে সদরপুরের আটরশি দরবার শরিফের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকালে আদালতে জবানবন্দি দেওয়ার পর তাকে জেলহাজতে পাঠানো হয়। শুক্রবার রাতে ভাঙ্গা থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়। তবে ছিনতাইকৃত ইজিবাইক ও চালকের মোবাইল উদ্ধার এবং বাকি আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

গ্রেফতার বিল্লাল হোসেন (৫০) মাদারীপুর জেলার শিবচর থানার সন্ন্যাসীচর ইউনিয়নের রাজারচর ফরাজিকান্দি গ্রামের মৃত বিনোত আলী মোল্লার ছেলে।

পুলিশ ও আটক বিল্লাল জানায়, গত ১৬ জুন আটক বিল্লালসহ অজ্ঞাতনামা একজন  ছিনতাইকারী ভাঙ্গা থেকে আটরশি দরবার শরিফে যাওয়ার উদ্দেশে সাদ্দাম শেখের (৩৪) ইজিবাইক ভাড়া করে। পরে ছিনতাইকারীরা চালককে নেশাদ্রব্য ও চেতনানাশক ওষুধ মিশ্রিত জুস খাইয়ে ইজিবাইক ছিনতাই করে সাদ্দামকে ফেলে রেখে যায়। পরে ওই ইজিবাইকটি জনৈক দেলোয়ারের কাছে ৫০ হাজার টাকায় বিক্রি করে দেয়। পরে বিক্রীত টাকা ছিনতাইকারী দুজন ২৫ হাজার করে নিয়ে নিজ বাড়ি চলে যায়।

এদিকে অজ্ঞান সাদ্দাম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা নেয় এবং গত ২৬ জুন রাতে সাদ্দাম শেখ মারা যায় ।

নিহত সাদ্দাম শেখ নগরকান্দা উপজেলার ভাঙ্গী গ্রামের মো. বাদশাহ শেখের ছেলে।

এ ঘটনায় নিহতের ভাই মো. সম্রাট শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। পরে পুলিশ তদন্তের মাধ্যমে এক আসামিকে গ্রেফতার করে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পলাতক অপর আসামিকে গ্রেফতার ও ইজিবাইক, মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত  আছে।

ঊষার আলো-এসএ