UsharAlo logo
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ভোরে যাত্রীবাহী বাসে আগুন

usharalodesk
নভেম্বর ১৬, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গাজীপুরের কালিয়াকৈরে একটি যাত্রীবাহী বাস আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ওই স্থানের নিরাপত্তাকর্মী শরিফুল ইসলাম বলেন, রাত ৩টার পরে পৌনে ৪টার দিকে হঠাৎ একটু দুর থেকে দেখতে পাই সড়কের পাশে রাখা তাকওয়া পরিবহণের একটি বাসে আগুন জ্বলছে। পরে এগিয়ে গিয়ে পানি ঢেলে বাসের আগুন নিভানোর চেষ্টা করি। কিন্ত ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

বাসের মালিক মিজানুর রহমান বলেন, কে বা কাহারা আমর বাসটি আগুন নিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে তাদের কি লাভ হল। গাড়ি পুড়ে ফেলায় তারা আমার অনেক ক্ষতি করল।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী বলেন, কে বা কাহারা রাতে সফিপুর বাজারের পশ্চিম পাশে তাকওয়া পরিবহণের একটি বাবে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

ঊষার আলো-এসএ