UsharAlo logo
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ফিলিস্তিনের সমর্থনে যা বললেন বাবর-রিজওয়ান

usharalodesk
নভেম্বর ১৮, ২০২৩ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক:যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পক্ষে একইরকম পোস্ট করলেন পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজম ও উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। তাদের ওই পোস্ট এরই মধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

দেশটির জনপ্রিয় দুই ক্রিকেটার তাদের এক্স একাউন্টে অভিন্ন একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে- ধ্বংসাস্তূপের ওপর বসে আছে ছোট্ট একটি কন্যা শিশু। তার এক হাতে খেলনা ও অন্য হাতে ফিলিস্তিনি পতাকা।

ওই ছবির ক্যাপশনে দুই ক্রিকেটার-ই অভিন্ন একটি কবিতাও লিখেছেন, যার বাংলা অর্থ এরূপ- ‘হে রাসূলের প্রিয়তমদের প্রিয়তম, এখন সময়টা দোয়ার সময়। উম্মতের মাঝে বড় নাজুক সময় তোমার আগমন ঘটেছে।’

উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তানের খেলা চলার সময়েও মোহাম্মদ রিজওয়ান ফিলিস্তিনের পক্ষে পোস্ট করেছিলেন। সেটাও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ১২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ৪ হাজারের বেশি শিশু ও অন্তত ৩ হাজার নারীও রয়েছে।

ঊষার আলো-এসএ