UsharAlo logo
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আদালতে ককটেল নিক্ষেপ করে বোরকা পরা নারী ও পুরুষ

usharalodesk
নভেম্বর ২০, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :  ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৪ টার দিকে এ ককটেল বিস্ফোরিত হয়।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মহানগর দায়রা জজ আদালতের ৪ তলায় বোরকা পরিহিত এক নারী ও এক পুরুষ ককটেল নিচে ফেলেন। এরপর তারা দ্রুত আদালত চত্ত্বর থেকে চলে যান।

এদিকে এ ঘটনায় জড়িত দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানানো হয়েছে। এ বিষয়ে লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ‘আদালতে দুটি ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ কাজ কাজ করেছে তাদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেফতারে প্রক্রিয়া চলমান।

ঊষার আলো-এসএ