UsharAlo logo
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জয়পুরহাটে মোটরসাইকেলের চাপায় নিহত ১

usharalodesk
মার্চ ১৪, ২০২১ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জয়পুরহাটে মোটরসাইকেল চাপায় আব্দুল ওয়াহেদ (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ১৪ মার্চ রোববার সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ড এলাকার হাড়াইল মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আব্দুল ওয়াহেদ জয়পুরহাট সদর উপজেলার হিচমী মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জোব্বার মণ্ডলের ছেলে।
পরিবারের সদস্যরা বলেন, সকাল ১০টার দিকে মেয়ে নাসরিন ও ১ নাতিকে নিয়ে মোটরসাইকেলযোগে জয়পুরহাট শহরের একটি ব্যাংকে যায়। সেখান থেকে নাতিকে বাড়িতে পৌঁছে দেওয়ার পর পুনরায় মেয়েকে নিতে ব্যাংকে রওনা হন ওয়াহেদ। তখন শহরের বাসস্ট্যান্ড এলাকার হাড়াইল মোড়ে তার মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে ওয়াহেদ প্রধান সড়কে ছিটকে পড়লে অন্য একটি মোটরসাইকেল তার মাথার ওপর দিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে, কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
জয়পুরহাট থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

(ঊষার আলো-এম.এইচ)