UsharAlo logo
সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ খুলনার দল ঘোষণা

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া প্রতিবেদক : ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতা’২০২০-২০২১ এ অংশগ্রহনের জন্য খুলনা জেলা অনুর্ধ্ব-১৮ ক্রিকেট দলের চুড়ান্ত তালিকা- (১) মোঃ মিরাজুল ইসলাম, (২) সিয়াম হোসেন দিপু, (৩) রাকিন আহমেদ (৪) মাহবুবুর রহমান সিফাত (৫) মোঃ পারভেজ রহমান জীবন (৬) মোঃ আল আমিন খান, (৭) মোঃ ইমতিয়াজ হোসেন নয়ন, (৮) নেয়ামুল হাসান শোভন, (৯) রাকিব সরদার, (১০) শাওন গাজী, (১১) দাউদ আহম্মেদ চৌধুরী, (১২) ফাহিম মুন্সি, (১৩) সোহেল মাহমুদ, (১৪) তানজিউল সিয়াম, (১৫) মোঃ আকাশ। স্টান্ডবাই- হাসিবুল ইসলাম ইমন, (২) রনি, (৩) সাহরুজ্জামান সিয়াম।