UsharAlo logo
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ১৫ টি স্বর্ণের বারসহ চোরাচালানী আটক

usharalodesk
মার্চ ১৫, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরার লক্ষিদাড়ি সিমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ টি স্বর্ণের বারসহ এক চোরাচালানীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকাল ৭ টার দিকে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সিমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উক্ত স্বর্ণসহ এক চোরাচালানীকে আটক করে।
আটককৃত স্বর্ণ চোরাচালানীর নাম মোঃ হাফিজুল ইসলাম (৪৮)। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের সামছুদ্দীন গাজীর ছেলে।
বিজিবি জানায়, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির কমান্ডার নায়েক ওয়াহিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সকালে সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সিমান্তে অভিযান চালায়। এ সময় লক্ষিদাড়ি উত্তরপাড়া সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে স্বর্ণ চোরাচালানী হাফিজুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত ১৫ পিস স্বর্নের বার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৭৪৯।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আল মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।