UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রূপসায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গৃহবধু জখম

usharalodesk
মার্চ ১৬, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : রূপসা উপজেলার আলাইপুর গ্রামে দুবৃত্বরা শাহিদা বেগম (৫৫) নামে এক গৃহবধুকে মারপিট করে আহত করেছে। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে এ ঘটনাটি ঘটেছে। তিনি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। আহত নারীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, একই এলাকার আরেকটি পরিবারের সাথে সম্পত্তি নিয়ে তাদের বিরোধ চলছিল। দুপুর সাড়ে ১২ টার দিকে কথা কাটা-কাটির এক পর্যায়ে ওই পরিবারের দু’ নারী শাহিদার উপর চড়াও হয়। তারা তার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আহতের আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশারফ হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

(ঊষার আলো-আরএম)