UsharAlo logo
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দেশে করোনায় আরও ১৬ জনের মৃত্যু

usharalodesk
মার্চ ১৮, ২০২১ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: গত ২৪ ঘন্টায় দেশে মহামারী করোনায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আরও আক্রান্ত হয়েছেন দুই হাজার ১৮৭ জন। বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, এ নিয়ে মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬২৪ জন। এপর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ৯৩৯ জন। গত ২৪ ঘণ্টায় আরও সুস্থ হয়েছে এক হাজার ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ৫২৩ জন। ২৪ ঘন্টায় মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১২ এবং নারী ৪ জন। এরা সবাই হাসপাতালেই মারা গেছে। মৃতদের মধ্যে ঢাকার ১৩ জন, চট্টগ্রামের একজন, রাজশাহীতে এক জন এবং খুলনার ১ জন রয়েছে।

 

(ঊষার আলো-আরএম)