UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

usharalodesk
মার্চ ২২, ২০২১ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুরে তীব্র যানজট। চরম দুর্ভোগে পড়েছে চালক ও যাত্রীদের।
বঙ্গবন্ধু সেতুর ট্রাফিক পরিদর্শক ওয়ালিদ হোসেন বলেছেন, আজ ২২ মার্চ সোমবার ভোরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মালবাহী একটি ট্রাক মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ২ টি ট্রাকই দুমড়ে-মুচড়ে গেছে।
এ সময় একজন ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। এতে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় লম্বা যানজট সৃষ্টি হয়েছে।
পুলিশ যানজট নিরসনে কাজ করছে। দ্রুত সময়ে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন ট্রাফিক পরিদর্শক।

 

(ঊষার আলো: এম.এইচ)