UsharAlo logo
সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাভারে সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

usharalodesk
মার্চ ২২, ২০২১ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাভারে সড়ক দুর্ঘটনায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৮-১৯ সেশনের রুবেল হোসাইন নামের ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত রুবেল ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
গতকাল ২১ মার্চ রবিবার রাত ৯ টার দিকে সাভারের জিরানি বাজার কলেজ রোড এলাকায় রুবেলকে একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
শিক্ষার্থী রুবেলের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নিহত রুবেল হোসাইনের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেছেন।

(ঊষার আলো- এম.এইচ)