UsharAlo logo
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বলিউড কাঁপাতে আসছে সালমানের ভাগ্নি

usharalodesk
মার্চ ২৪, ২০২১ ১:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখতে চলেছে সালমান খানের ভাগ্নি আলিজে অগ্নিহোত্রি। তাকে অবনীশ বড়জাতির ছবিতে দেখা যেতে পারে। অবনীশ বড়জাতি সুরজ বরজাতিয়ার ছেলে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, আলিজে অগ্নিহোত্রির বিপরীতে অভিনয় করতে পারে সানি দেওলের ছোট ছেলে রাজভীর। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কোনো ঘোষণা দেয়া হয়নি। এছাড়া বেশ কয়েকজন তরুণ অভিনেতাও এতে অভিনয় করবে।
ছবিটি রোম্যান্টিক কমেডি ধাচের হতে পারে। দীপিকা পাডুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো গল্প হতে পারে এটির।
এর আগে খবর উঠেছিল, ‘দাবাং থ্রি’ সিনেমাতে অভিনয় করবে আলিজে অগ্নিহোত্রি। কিন্তু তার সত্যতা আর মেলেনি।
আলিজে হচ্ছে সালমান খানের বোন আলভিরা ও তার স্বামী অতুল অগ্নিহোত্রীর মেয়ে।

(ঊষার আলো-এম.এইচ)