UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

করোনা সংক্রমণ রোধে খুলনা জেলা পরিষদের স্বাস্থ্য সামগ্রী বিতরণ

koushikkln
মার্চ ২৪, ২০২১ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা সংক্রমণ রোধে খুলনা জেলা পরিষদের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।

২৪ মার্চ  বুধবার দুপুর ১টার সময় খুলনা জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা এর নিকট স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন  খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরদার আবু সালেহ, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ ফারুক আহমেদ, খুলনা মহানগর কৃষকলীগ নেতা আইয়ুব আলী খান, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকিয়া রহমান ওমান ও সাইফুর রহমান সুজন।