UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

usharalodesk
মার্চ ২৫, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে সচিবালয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের নাম প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

মন্ত্রী জানান, যথাযথ প্রক্রিয়ায় তৃণমূল থেকে তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে কাজ করছি আমরা। বীর মুক্তিযােদ্ধাদের চূড়ান্ত তালিকার ১ম পর্যায়ে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জনের তালিকা প্রকাশ করছি । এর মধ্যে শীর্ষে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের নাম। এরপর রয়েছে বরিশালে ১২৫৬৩, চট্টগ্রামে ৩০০৫৩, ঢাকা ৩৭৩৮৭, ময়মনসিংহ ১০৫৮৮,খুলনা ১৭৬৩০, রাজশাহী ১৩৮৮৯, রংপুর ১৫১৫৮ ও সিলেট ১০২৬৪ জন। এছাড়াও ১মধাপে ১৯১ জন শহীদ বুদ্ধিজীবীর নাম রয়েছে।

তিনি আরও জানান, যাদের নাম বেসামরিক তালিকায় আছে, তাদের নাম আপাতত প্রকাশ করা হবে না। এছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে তালিকায় থাকছে না তাদের নামও।

(ঊষার আলো-আরএম)