UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ

usharalodesk
মার্চ ২৭, ২০২১ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : রাজ্যের ৩০টি বিধানসভা আসনে শুরু হয়েছে প্রথম দফার নির্বাচন। ভোটের প্রথম সকালেই পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে বিজেপি কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। ২৭ মার্চ শনিবার সকালে বাড়ির উঠানেই ওই ব্যক্তির রক্তাক্ত মরাদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানিয়েছেন আনন্দবাজার পত্রিকা।
বিজেপি অভিযোগ করেছে মঙ্গল সোরেন নামের ওই ব্যক্তিকে তৃণমূলের দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে। তার বাড়ি কেশিয়াড়ির বেগমপুরে।
পরিবারের বরাত দিয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সোরেনকে অন্য কোথাও হত্যা করে মরদেহ বাড়ির উঠানে ফেলে রেখে চলে গেছে। মৃতের ঘাড় ও মাথায় আঘাতের চিহ্নও রয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে জেলা প্রশাসন বলেছে, রাজনৈতিক সংঘর্ষে এই মৃত্যু হয়নি। এই প্রতিবেদনের সূত্র ধরে নির্বাচন কমিশন বলেছে, এই খুনের ঘটনার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই।

(ঊষার আলো- এম.এইচ)