UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় চার্চের বাইরে বিস্ফোরণ নিহত ২

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ২:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি চার্চের বাইরে বিস্ফোরণের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ১৪ জন আহত হয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা বলেছে, ২৮ মার্চ রোববার সকাল সাড়ে ১০টার দিকে দেশটির ম্যাকাসর শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটি আত্মঘাতী হামলা বলে সন্দেহ করা হচ্ছে।
দেশটির পুলিশের এক মুখপাত্র বলেছেন, চার্চের ভেতর যখন গণপ্রার্থনা চলছিল তখন এ হামলা ঘটেছে। বিস্ফোরণে ভবনের কাছাকাছি থাকা গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।
ওই মুখপাত্র আরও বলেন, বিস্ফোরণে নিহত হয়েছে ২ আত্মঘাতী হামলাকারী। তবে ঘটনাস্থলে ছড়িয়ে থাকা অঙ্গপ্রত্যঙ্গ ওই আক্রমণকারীদের কি না, তা নিশ্চিত নন তিনি। বর্তমানে তদন্ত চলছে। তিনি আরও বলেন, ২ হামলাকারীর কাছে উচ্চমাত্রার বিস্ফোরক ছিল। সিসিটিভি ফুটেজে বোমা বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। তবে চার্চের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।
চার্চে যাজক ফাদার উইলহেমস তুলাক বলেছেন, সন্দেহভাজন বোমা হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে চার্চে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেয়। এরপরই বিস্ফোরণ ঘটেছে।

(ঊষার আলো- এম.এইচ)