UsharAlo logo
রবিবার, ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন কাজী হায়াৎ

usharalodesk
মার্চ ২৮, ২০২১ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো বিনোদন ডেস্ক : হাসপাতাল থেকে বাসায় ফিরছে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ। শারীরিক অবস্থার উন্নতি হওয়ার ছাড়পত্র পেয়েছেন তিনি। আজ ২৮ মার্চ রোববার দুপুরে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়েছে তাকে। বিষয়টি নিশ্চিত করেছে তার ছেলে কাজী মারুফ।
তিনি বলেছেন, নমুনা পরীক্ষা করে আব্বার করোনার ফলাফল নেগেটিভ এসেছে। তারপরই হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের বাসায় যাওয়ার অনুমতি দিয়েছেন। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা আর আল্লাহ কাছে শুকরিয়া প্রকাশ করছি।
এর আগে ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিল কাজী হায়াৎ। ৬ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তার ফুসফুসের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারপর চিকিৎসকদের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ১৬ মার্চ হাসপাতালে ভর্তি করা হয় নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতকে।
শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে ২১ মার্চ রোববার বিকেল ৪টার দিকে আইসিইউতে নেয়া হয়। পরে ২৩ মার্চ রাতে কেবিনে নেওয়া হয় কাজী হায়াতকে।

(ঊষার আলো- এম.এইচ)