UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

১২ মার্চ মুক্তি পেতে চলেছে দীঘির প্রথম সিনেমা

usharalodesk
মার্চ ৩, ২০২১ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিশুশিল্পী হিসেবে বহুল পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি এবার চলচ্চিত্রের অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

আগামী ১২ মার্চ মুক্তি পেতে চলেছে তার প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’। তাতে দীঘির বিপরীতে অভিনয় করতে যচ্ছেন নবাগত শান্ত খান।

‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটির তত্ত্বাবধানে থাকা চলচ্চিত্র পরিচালক শামীম আহমেদ রনির কাছ হতে এসব তথ্য জানা যায়।

রনি বলেন, ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমাটি সারা দেশের সিনেমা হলেই মুক্তি পাবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মুক্তি পাওয়া এ সিনেমাটির গল্পটা দারুণ। আশা করা যায় দর্শকদের মন ছুঁয়ে যাবে ও নতুন এক দীঘিকে দেখতে পাবেন তারা। আমার বিশ্বাস সিনেমাটি সকলেরই ভালো লাগবে।’

(ঊষার আলো-এফএসপি)