UsharAlo logo
শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী একশ বছর নিরাপদে থাকবে পৃথিবী ‘অ্যাপোফিস’ গ্রহাণু থেকে: নাসা

usharalodesk
মার্চ ৩০, ২০২১ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নাসা ২০০৪ সালে গ্রহাণু ‘অ্যাপোফিস’ আবিষ্কার করে। এটি পৃথিবীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছিল। এ গ্রহাণু ২০৩৬ সালের মধ্যে পৃথিবীকে ধাক্কা দিতে পারে বলে জানানো হয়। কিন্তু পরে একশ বছরের মধ্যে গ্রহাণুর ধাক্কা হতে পৃথিবী নিরাপদ অবস্থানে রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার গবেষকরা জানিয়েছিলেন, ‘অ্যাপোফিস নামের একটি গ্রহাণু পৃথিবীকে ধাক্কা মারতে পারে। কিন্তু সেই শঙ্কা পরবর্তী একশ বছরের মধ্যে নেই বলে জানায় সংস্থাটি।’

এরপর জানানো হয় যে, ২০৬৮ সালে গ্রহাণুটি পৃথিবীর সাথে ধাক্কা লাগার মতো ঝুঁকি রয়েছে। আরও বিশ্লেষণের পর নাসার গবেষকরা এবার বলছেন, আগামি একশ বছরের মধ্যে গ্রহাণুটি পৃথিবীর সাথে ধাক্কা লাগার কোনও শঙ্কা নেই।

(ঊষার আলো-এফএসপি)