UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিদেশফেরত ৩ হাজার নারী কর্মী জুনের মধ্যেই পাবেন ২০ হাজার টাকা

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০ হাজার টাকা করে বিদেশ ফেরত নারী কর্মীদের আর্থিক সহায়তার কার্যক্রম শুরু করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বুধবার (৩১ মার্চ) রাজধানীর স্কাটনে প্রবাসী কল্যাণ ভবন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই আর্থিক সহায়তা কার্যক্রম শুরু করে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ তিনজন বিদেশফেরত নারীর হাতে ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রথম দিন ঢাকা এবং আশপাশের বিদেশ ফেরত ৭০ জন নারীকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, করোনাকালে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে ৫০ হাজারের মতো নারী কর্মী দেশে ফিরেছেন। তারা যাতে এই করোনাকালে ভালো থাকেন, কোনো কিছু করে জীবন যাপন করতে পারেন এজন্য এই আর্থিক সহায়তা করা হচ্ছে। প্রথম পর্যায়ে ৯৫০ জনের তালিকা চূড়ান্ত হয়েছে। আগামী জুন মাসের মধ্যে তিন হাজার জন বিদেশফেরত নারী কর্মীকে ২০ হাজার টাকা করে অনুদান দেয়া হবে বলে জানান মন্ত্রী।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালিহীন।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অধিনস্থ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)