UsharAlo logo
শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বিসিবির শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা

usharalodesk
এপ্রিল ৯, ২০২১ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ১টায় এই টিমের নাম ঘোষণা করা হয়।
জাতীয় দলে দীর্ঘদিন পর ফিরছেন অফস্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী। শ্রিলংকায় নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। এরপরই মূল স্কোয়াড ঘোষণা করা হবে দুই টেস্টের।
এবারের টিমে থাকছে : মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

(ঊষার আলো-এমএনএস)