ঊষার আলো আলো : ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়া ও রাশিয়ার সামরিক বিমান যৌথভাবে মহড়া চালিয়েছে।
কল্পিত শত্রুর যুদ্ধবিমান ও সামরিক ড্রোনের বিরুদ্ধে এটি ছিল প্রকৃত যুদ্ধাবস্থার মতো বিমান মহড়া।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, এই মহড়া অভিযানে রাশিয়ার সুখোই এসইউ-২৪, এসইউ-৩৪ ও এসইউ-৫ বোমারু বিমান অংশ নেয়। পাশাপাশি এই মহড়ায় অংশ নিয়েছে সিরিয়ার ছয়টি মিকইয়ান গুরেভিচ মিগ-২৩, ও মিগ-২৯ জঙ্গিবিমান।
এর আগে গত ২৪ জানুয়ারি সিরিয়া ও রাশিয়া যৌথভাবে গোলান মালভূমিসহ সিরিয়া সীমান্তে তাদের টহল অভিযান চালিয়েছিল।
২০১১ সাল থেকে সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের সহিংসতা শুরু করে। এক পর্যায়ে সিরিয়া সরকারের আমন্ত্রণে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সেই থেকে এ পর্যন্ত সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়া সক্রিয়ভাবে সিরিয়ার পাশে রয়েছে। গত মাসে রাশিয়া নতুন করে সিরিয়ায় অ্যাটাক হেলিকপ্টার ও জঙ্গিবিমন পাঠিয়েছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।
(ঊষার আলো-এফএসপি)