UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অধিকৃত পশ্চিমতীরে এবার ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা

pial
জুন ১, ২০২২ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এবার অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরব শরণার্থী ক্যাম্পে এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। আজ বুধবার (১ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানায়, নিহত সেই নারীর নাম গুফরান হামেদ ওয়ারাস্নেহ। আর তার বুকে গুলি করা হয়েছে।

একটি বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, একজন আততায়ী ছুরি নিয়ে সেনাদের ওপর হামলার চালানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানান, ওয়ারাস্নেহের কাছে ছোট একটি ছুরি ছিল। কিন্তু তিনি সেনাদের জন্য বড় হুমকির ছিলেন না।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহত হওয়ার একদিন আগেই রেডিও স্টেশনে চাকরি হয়েছিল ওই নারীর। কাজে যাওয়ার সময়ই তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

গুলিবিদ্ধ হওয়ার পরে ওয়ারাস্নেহকে হেব্রনের আল আহলি হাসপাতালে পাঠায় ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ। কিন্তু সেখানে ওয়ারাস্নেহকে চিকিৎসা দিতে বাধা দেয় ইসরায়লেই বাহিনী।

পশ্চিমতীরে হামলার ঘটনার পর গত মার্চ হতেই সেখানে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। এ বছরের শুরু থেকে এই পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হাতে ৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

(ঊষার আলো-এফএসপি)