বিমল সাহাঃ খুলনায় অবৈধ আবাসন ব্যবসা রমরমা। যত্রতত্র সাইনবোর্ড দিয়ে অপরিকল্পিতভাবে চলছে নগরায়ন। দেদারসে কৃষি জমি বালি ভরাট করে হচ্ছে বিক্রি। কোথাও খাস জমি, খাল দখল করে ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। আবার কোথাও অন্যের জমিতে জোরপূর্বক সাইনবোর্ড দিয়ে দখল নিয়ে চলছে প্লট ব্যবসা। তেমনি অভিযোগ উঠেছে বিশ্বাস প্রোপার্টিজের বিরুদ্ধে।
সম্প্রাতি মারা যাওয়া একজন চিকিৎসকের জমিতে জোর করে সাইনবোর্ড দিয়েছে বিশ্বাস প্রোপার্টিজ। সাইনবোর্ড সরিয়ে নিতে বলায় হুমকী ও ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি জোরকরে জমি কিনে নেওয়ার কথা বলে তাদের হয়রানী করেছে বিশ্বাস প্রোপার্টিজের লোকজন। মারা যাওয়া চিকিৎসকের স্ত্রী ডাঃ নিলুফার রহমান অভিযোগ করে এসব জানিয়েছেন। তিনি বলেন, আমার স্বামী একজন স্বনামধন্য চিকিৎসক ছিলেন। তার মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে আমি খুবই সমস্যায় দিনাতিপাত করছি। এমন সময় আমাদের জমিতে জোর করে সাইনবোর্ড দিয়েছে বিশ্বাস প্রোপার্টিজ। তারা নানা রকম ভয়ভীতি দিয়ে আমাদের জমিটি জোর করে দখল নিতে চায়। এমন অবস্থায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
খোজ নিয়ে ও সরেজমিনে গিয়ে জানা যায়, খুলনার বটিয়াঘাটা উপজেলার রাজবাধ মৌজার ৪৪৪ নং দাগের ১.৪৩ একর জমির একক মালিক ডাঃ আব্দুর রকিব খান, তার স্ত্রী ডাঃ নিলুফার রহমান ও বোন হাসিনা পারভীন। এই জমির দক্ষিণ দিকে একটি খাল রয়েছে। ওই খালের দক্ষিণ পাশে জমি কিনে প্লট আকারে বিক্রি করবে বিশ্বাস প্রোপার্টিজ। সেই লক্ষ্যে তারা জমিতে বালি ভরাট করছে এবং সাইনবোর্ড দিয়েছে। খালের উত্তর দিকে তারা কোন জমি না কিনেই সেখানে সাইনবোর্ড দিয়েছে। এছাড়াও যত্রতত্রভাবে খালটি খনন করে খালের প্রকৃত প্রস্থ কমিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এবিষয়ে বিশ্বাস প্রোপার্টিজের স্বত্ত্বাধিকারী ও খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য আজগার বিশ্বাস বলেন, আমরা অন্যের জমিতে সাইন বোর্ড দেইনি। জমিটি আমরা আওয়ামী লীগ নেতা মরহুম মঞ্জুরুল ইমামের পরিবারের কাছ থেকে কিনে ব্যবসা করছি। আমরা তাদের (ডাঃ নিলুফার রহমান) সাথে কথা বলব ও কাগজ পত্র যাচাই বাছাই করব। যদি আমাদের জমি না থাকে তবে সাইন বোর্ড সরিয়ে দেয়া হবে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বলেন, এবিষয়ে উভয় পক্ষের সাথে আলোচনা হয়েছে। বিশ্বাস প্রোপার্টিজের সাইনবোর্ড সরিয়ে নিতে বলা হয়েছে। ইতোমধ্যে হয়তো সাইনবোর্ডটি তুলে নিয়েছে। যাদের প্রকৃত জমি তারাই ওই জায়গায় সাইনবোর্ড দিতে পারবে।