UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনড় পল্টন থেকে সরলো বিএনপি, কমলাপুর স্টেডিয়াম দাবি

koushikkln
ডিসেম্বর ৮, ২০২২ ১১:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নয়াপল্টনে সমাবেশের অনড় অবস্থান থেকে সরে এসেছে বিএনপি। ১০ ডিসেম্বরের গণসমাবেশের জন্য বিএনপি কমলাপুর স্টেডিয়াম মাঠ চেয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে সমাবেশের অনুমতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।

বুলু সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর ডিএমপি আমাদের মিরপুর বাঙলা কলেজ মাঠও যুক্ত করতে বলে। আমরা এখন দুটি জায়গাই পরিদর্শন করব। এরপর কোথায় সমাবেশ হবে তা জানানো হবে। ’

এর আগে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে বিএনপির প্রতিনিধি দল ডিএমপি সদর দপ্তরের প্রবেশ করেন। প্রতিনিধি দলে ছিলেন- দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাড. এ জে মোহাম্মদ আলী, অ্যাড. আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।