ঊষার আলো ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে আটকে পড়া ৩ শতাধিক পর্যটক ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরছে।
আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল থেকে ট্রলারে করে ঝুঁকি নিয়ে টেকনাফে ফিরছে তারা।
সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ বলেন, দ্বীপে ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনায় এসব পর্যটকদের দেখভাল করা হয়। বিভিন্ন কাজকর্মে ও একটি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে সেন্ট মার্টিনের ৫ শতাধিক বাসিন্দা টেকনাফে আটকা পড়ে। তিনি জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়।
তাই টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেন প্রশাসন। মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টায় ৯টি ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা দেন পর্যটকরা। দুপুর ১টায় টেকনাফ পৌছানোর কথা রয়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে, কক্সবাজারকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুপুরে এ সংকেত নামিয়ে ফেলা হতে পারে।
(ঊ/আ-আরএম)