UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ সম্পদ অর্জন : বাবরের ৮ বছর কারাদণ্ড

ঊষার আলো
অক্টোবর ১২, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। ৪ অক্টোবর আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আজ রায়ের জন্য দিন ধার্য করেন ।

২১ আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাবর রায় ঘোষনাকালে আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২০০৮ সালের ১৩ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। একই বছরের ১৬ জুলাই আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা।

এতে বাবরের বিরুদ্ধে সাত কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি উঠে আসে। ওই বছরের ১২ আগস্ট বাবরের বিরুদ্ধে চার্জগঠন করা হয়।

 

(ঊষার আলো-আরএম)