ঊষার আলো রিপোর্ট : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার খোয়াই নদীর ওপরে নির্মিত কাজিরখিল ব্রিজের ৫০০ মিটারের ভেতর থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন চলছে। এতে সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ ও হাওর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এদিকে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি প্রশাসনকে।
খোঁজ নিয়ে জানা গেছে, চুনারুঘাটের চুরতা, দেউলগাঁও ও ইছাকুটা মৌজায় খোয়াই নদীর কিছু অংশ বালু উত্তোলনের জন্য সরকারের পক্ষ থেকে ইজারা দেওয়া হয়। কিন্তু ঘরগাঁও মৌজা ইজারা না দেওয়া হলেও সেখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এ মৌজায় রয়েছে কাজিরখিল ব্রিজ।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির মাত্র ৫০০ মিটারের মধ্যে নদীতে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এতে ব্রিজটি মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এ স্থানটির উল্টো দিকেই অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাওর রক্ষা বাঁধ। সরকারের কোটি কোটি টাকায় নির্মিত বাঁধটিও এখন হুমকিতে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, তারা অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। গত ২৫ আগস্ট সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপরও বালু উত্তোলনের কাজ থামেনি।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমিন বলেন, ‘আমি যখন ঘটনাস্থল পরিদর্শন করি তখন কাউকে পাইনি। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত কোনো মেশিনও পাওয়া যায়নি। প্রয়োজনে আবারো সেখানে অভিযান চালানো হবে।’
ঊষার আলো-এসএ