UsharAlo logo
শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অভয়নগরে আড়ৎদারকে গুলি করে হত্যা

usharalodesk
জানুয়ারি ১১, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট :যশোরের অভয়নগর উপজেলায় সুব্রত মণ্ডল (৫০) নামের এক আড়ৎদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পায়রা ইউনিয়নের দামুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুব্রত মণ্ডল একই গ্রামের অনাথির মণ্ডলের ছেলে।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম জানান, দামুখালী বিদ্যালয়ের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা দুর্বৃত্তরা। স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, সুব্রত মণ্ডল সকালে বাড়ি থেকে বের হয়ে পাশে চায়ের দোকানে যান। এসময় মোটরসাইকেলে করে আসা নাম না জানা দুই জন সুব্রত মণ্ডলের মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সুব্রত মণ্ডলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এলাকার ভবদহের ২১ ভেন্টের সুইস গেটের পাশে সুব্রত মণ্ডলের  একটি আড়ৎ রয়েছে। এছাড়া তিনি মাছ চাষ করতেন। হত্যার কারণ সম্পর্কে নিহতের পরিবারের কেউ কিছু জানাতে পারেনি।

ঊষার আলো-এসএ