UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অর্জুনের বিভিন্ন গুণাগুণ

ঊষার আলো
মে ১২, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গাছ ছাড়া পৃথিবী নিষ্প্রাণ। গাছ থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু নিয়ে থাকি। তবে গাছের মধ্যে অর্জুন গাছে রয়েছে বিশেষ গুণাগুণ। বৃহদাকৃতির বহুবর্ষজীবী এ উদ্ভিদটি প্রায় ১৮ থেকে ২৫ মিটার উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে। এর ছাল খুবই মোটা ও ধূসর বর্ণের। এর থেকে সহজেই ছাল ছাড়ানো যায়।

আসুন জেনে নেওয়া যাক অর্জুন গাছের বিভিন্ন গুণাগুন:

হৃদরোগ উপশমে অর্জুনের ছাল ব্যবহৃত হয়ে থাকে। রক্তে যদি নিম্ন চাপ থাকে তবে থাকলে অর্জুনের ছালের রস সেবনে উপকার হয়। রক্তক্ষরণে ৫-৬ গ্রাম ছাল রাতে ভিজিয়ে রেখে সকালে তা ছেকে পানিটা খেলে আরোগ্য হয়। শ্বেত কিংবা রক্ত প্রদরে ছালে ভিজানো পানি আধ চামট কাঁচা হলুদের রস মিশিয়ে খেলে রোগের উপশন হয়। অর্জুনের ছাল জিহ্বা, মুখ ও মাড়ির প্রদাহের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি সংকোচন এবং জ্বর রোধক হিসেবেও কাজ করে। এছাড়া চর্ম ও যৌন রোগেও অর্জুন ব্যবহুত হয়ে থাকে। অর্জুন খাদ্য হজম ক্ষমতা বৃদ্ধি করে। খাদ্যতন্ত্রের ক্রিয়া স্বাভাবিক রাখতে এটি খুবই উপকারি।

(ঊষার আলো-এফএসপি)