UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

‘অশনি’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

pial
মে ১০, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঘূর্ণিঝড় পরিস্থিতি তুলে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় ‘অশনি’ ভারতের অন্ধ্র প্রদেশে আঘাত হানার পর এটি দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই।

মঙ্গলবার (১০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে ব্রিফ করতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে রোহিঙ্গারা যাতে তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরতে পারে, তার জন্য সম্মিলিত উদ্যোগ দরকার। ইউএসএআইডি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেছে। ভাসানচর নিয়ে তাদের কিছু পর্যবেক্ষণ আছে। যাবতীয় হালনাগাদ তাদেরকে জানানো হয়েছে। প্রতিনিধিদল কক্সবাজারে কাজের জন্য আলাদা ভবন চেয়েছে। তাদের বলা হয়েছে, যেন শরণার্থী কমিশনের কার্যালয়ে তাদের অফিস বানায়।
তিনি বলেন, ৩৫ হাজার রোহিঙ্গার তালিকা দেয়া হয়েছে মিয়ানমারকে। তবে দেশটি এখনো কিছু জানায়নি।

(ঊষার আলো-এফএসপি)