UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অশোভন আচরণে জরিমানা গুনলেন খালেদ আহমেদ

pial
এপ্রিল ১২, ২০২২ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ বাজেভাবে হেরেছে বাংলাদেশ। এ হতাশা কাটিয়ে না উঠতেই আরেক দুঃসংবাদ পেলেন দলের পেসার খালেদ আহমেদ।

পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে আইসিসির নিয়ম ভাঙার অপরাধে একটি ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা গুণতে হয়েছে তাকে।
আইসিসির কোড অব কনডাক্টের ২.৯ ধারা অনুযায়ী ম্যাচ চলাকালীন কোনো ক্রিকেটার কর্তৃক প্রতিপক্ষ ক্রিকেটার বা আম্পায়ার অথবা ম্যাচ রেফারির দিকে আগ্রাসী হয়ে বল ছুঁড়ে মারা দণ্ডনীয় অপরাধ। যেটি করেছেন খালেদ আহমেদ, কাজে পেতে হচ্ছে সাজাও।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসের ৯৫তম ওভারে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটার যখন স্ট্রাইকে ছিলেন, তখন তার দিকে আগ্রাসী হয়ে বল ছুঁড়ে মারেন খালেদ আহমেদ। আর তার এমন আচরন প্রত্যক্ষ করে আইসিসিকে নালিশ করেন কর্তব্যরত দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও এল্লাহুডিয়েন পালেকারের। অভিযোগটি শনাক্ত করেন থার্ড আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও ফোর্থ অফিসিয়াল বঙ্গানি জেলে।

ম্যাচ শেষে অবশ্য অপরাধ শিকার করেন খালেদ আহমেদ। পাশাপাশি আইসিসির দেওয়া শাস্তিও মেনে নিয়েছেন তিনি। প্রায় ২৪ মাস পর বাংলাদেশি এ পেসার পেয়েছেন একটি ডিমেরিট পয়েন্ট।

(ঊষার আলো-এফএসপি)