UsharAlo logo
শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ব্যাক আয়োজিত বৈশাখী মেলা অনুষ্ঠিত

ঊষার আলো
এপ্রিল ১১, ২০২১ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ অস্ট্রেলিয়া এসোসিয়েশন ক্যানবেরা (ব্যাক)’র স্থানীয় ইসলামিক সেন্টারের প্রাঙ্গনে বৈশাখী মেলার আয়োজন করে।

গতকাল শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টা হতে সন্ধা ৬টা পর্যন্ত আয়োজিত এ মেলায় অসংখ্য দেশী খাবারের স্টলের সঙ্গে ছিল বাহারি শাড়ি, জামা কাপড় ও নানা অলংকারের সমাহর। মেলায় পাশাপাশি ছিল মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখ বরণের আয়োজনসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার আয়োজক কমিটির পক্ষে ব্যাকের সাধারণ সম্পাদক সাকিব ইয়ামিন উপস্থিত সকলকে এ মেলা সফল করার জন্য তার আন্তরীক ধন্যবাদ জানান। সংগঠনের সভাপতি আমিনুর রশিদ সকল সংশ্লিষ্ট সদস্যদের পরিশ্রমের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(ঊষার আলো-এফএসপি)