ঊষার আলো ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার দেশে হ্যান্ডগান কেনা ও বেচায় নিষেধাজ্ঞা জারি করা উচিত। আর এর জন্য তার সরকার একটি নতুন আইনের প্রস্তাব করছে যা সমস্ত শর্ট-ব্যারেল আগ্নেয়াস্ত্র ব্যক্তিগত মালিকানায় থাকা বন্ধ করবে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি প্রাইমারি স্কুলে বন্দুকধারীর হামলায় শিশুসহ মোট ২১ জন নিহত হওয়ার একদিন পরই ট্রুডো এমন ঘোষণা দিলেন। আজ মঙ্গলবার (৩১ মে) বিভিন্ন সংবাদ মাধ্যম একথা জানায়।
সোমবার (৩০ মে) কানাডার পার্লামেন্টে তোলা বিলটি দেশের কোথাও হ্যান্ডগান কেনা, বিক্রি ও হস্তান্তর বা আমদানি করাকে অসম্ভব করে তুলবে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রুডো বলেন, ‘শুধুমাত্র শুটিং এবং শিকারের জন্য ছাড়া কানাডার কারোর দৈনন্দিন জীবনে বন্দুকের প্রয়োজন হওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে হয় না। আর যেহেতু বন্দুক হামলার মাত্রা ক্রমাগত বাড়ছে, কাজে আমাদের দায়িত্ব এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।’
সূত্র: বিবিসি
(ঊষার আলো-এফএসপি)